ভারত টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

ভারত টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা  

বাদ পড়েছেন শরিফুল, নতুন মুখ জাকের। 

ভারত সফরে দুই টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে এই দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী।    

জাকের সপ্তাহ তিনেক আগে ইসলামাবাদে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭ চার ও ৫ ছক্কায় ১৭২ রানের ইনিংস খেলেনসব মিলিয়ে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তার গড় ৫২.৮৭।  

ভারত সফরে শরিফুল না থাকায় স্কোয়াডে এখন পেসার চারজনঅলরাউন্ডার সাকিব আল হাসানমেহেদী হাসান মিরাজসহ পাকিস্তানের সফরে থাকা চার স্পিনার যথারীতি আছেন ভারত সফরেওআর পাকিস্তান সফরে থাকলেও চোটের কারণে খেলতে না পারা টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয় আছেন ভারত সফরেও 

ভারতের বিপক্ষে ১৩ টেস্ট খেলে এখনও জয়ের স্বাদ পাওয়া হয়নি বাংলাদেশের। ১১ হারের সঙ্গে প্রাপ্তি কেবল দুটি ড্রসেই ড্র দুটিও বৃষ্টির সৌজন্যে 

দুই ম্যাচের টেস্ট সিরিজতিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে প্রথম টেস্টএরপর ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান, নাঈম ইসলামখালেদ আহমেদ

Post a Comment

Previous Post Next Post