বিপিএল: প্লে অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
প্লে-অফ নিশ্চিত করতে জেতা ও হারার শঙ্কার সমীকরণে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বিপিএলের ৩য় দল হিসাবে প্লে অফ নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এমন শঙ্কায় টস জিতে ব্যাটিংয়ে ঝড় তোলেন চট্টগ্রামের ওপেনার তানজিদ হাসান তামিম ওরফে ছোট তামিম। দেখা পান স্বীকৃত টি-টয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির। ৬৫ বলে ৮টি ছক্কা আর ৮টি চার-এ ১১৬ রান করেন তানজিদ হাসান তামিম। চলতি বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। দেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয়।
সেই সেঞ্চুরিই শেষ পর্যন্ত চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে দেখাল প্লে-অফ পর্বে যাওয়ার অগ্রিম পথ। স্বাগতম তানজিদ হাসান তামিম ওরফে ছোট তামিমকে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় খুলনা।