ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের কাঠমুণ্ডু ললিতপুরের অনফা কামপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে টাইব্রেকারে ভারতকে - গোলে হারিয়ে শিরোপা জিতল বাংলাদেশ।

 

ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারী দেবীর গোলে এগিয়ে যায় ভারত। শুরুতেই গোল খেয়ে খেলার ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব১৬ দলের মেয়েরা।

 

 

বিরতির পর নিজেদের গুছিয়ে নেয় বাংলাদেশ। দারুণ এক গোল করে মোমিতা মরিয়ম ৭১তম মিনিটে - সমতায় ফেরে বাংলাদেশের সুরভীরা।

 

টাইব্রেকারে গোলরক্ষক ইয়ারজান বেগমের বীরত্বে শিরোপা নিজেদের করে নিয়েছে লাল-সবুজরা। বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় - স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

Post a Comment

Previous Post Next Post