বিশ্বকাপে বাংলাদেশের জন্য শুভকামনা

বিশ্বকাপের জন্য বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার।

তবে খোঁচা মেরে টাইগারদের হারের ভবিষ্যদ্বাণী করেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ০৬:৩০। বাংলাদেশ বিশ্বকাপে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 

এবারের বিশ্বকাপে 'ডি' গ্রুপে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ছাড়াও এই গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে। পাঁচ দলের গ্রুপ থেকে দুটি দল উঠবে সুপার এইটে।

বিশ্বকাপের আগে সময়টা তেমন ভালো কাটেনি বাংলাদেশ তথা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দল। যুক্তরাষ্ট্রের মতো নবাগত দলের বিপক্ষে সিরিজ হেরে। তবে বিশ্ব আসরে আত্মবিশ্বাসী দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। শুভ কামনা বাংলাদেশ টাইগার্স।


Match results:
SL 124/9 (20)
BAN 125/8 (19)
Match results: Bangladesh won by 2 wkts
PLAYER OF THE MATCH:
Rishad Hossain

                            O M R W NB WD ECO
Rishad Hossain   4  0  22 3   0     0    5.50

 কারাঅংশ নিচ্ছেন টি-টোয়েন্টির বিশ্বকাপে?

Post a Comment

Previous Post Next Post