বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য: আইপিএলে ৯.২০ কোটি রুপিতে মোস্তাফিজ
রেকর্ড গড়ে কলকাতায় মোস্তাফিজ: ৯ কোটি ২০ লাখ রুপিতে আইপিএলের ইতিহাসে নতুন অধ্যায়, চেন্নাইকে হারিয়ে শেষ হাসি কলকাতার
কলকাতা–চেন্নাইয়ের লড়াইয়ে রেকর্ড গড়লেন মোস্তাফিজ
আইপিএল নিলামের টেবিলে এবার সবচেয়ে আলোচিত নাম ছিলেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে তীব্র প্রতিযোগিতা শেষে শেষ হাসি হেসেছে কলকাতা।
শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি মোস্তাফিজকে দলে ভেড়াতে খরচ করেছে ৯ কোটি ২০ লাখ রুপি, যা আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের মিনি নিলামে এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়।
শেষ মুহূর্তে নাটকীয় দরকষাকষি
নিলামের একপর্যায়ে মনে হচ্ছিল, ৪ কোটি ৬০ লাখ রুপিতেই মোস্তাফিজের দর থেমে যাবে। কিছুক্ষণ কোনো দলের পক্ষ থেকেই নতুন কোনো সাড়া আসেনি। তবে হাতুড়ি পড়ার ঠিক আগে হঠাৎ করেই জমে ওঠে লড়াই। দ্রুতগতিতে বাড়তে থাকে বিডের অঙ্ক। চেন্নাই ও কলকাতা একাধিকবার সময় নিয়ে পরামর্শ করে দর বাড়াতে থাকে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে গিয়ে থামে লড়াই, যেখানে কলকাতা নাইট রাইডার্স জয়ী হয়।
আইপিএলে মোস্তাফিজের অভিজ্ঞ যাত্রা
এবারের আইপিএল হবে মোস্তাফিজুর রহমানের নবম আসর এবং ষষ্ঠ ভিন্ন দলের হয়ে মাঠে নামার সুযোগ। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলেছেন। আইপিএল ক্যারিয়ারে আট মৌসুমে ৬০ ম্যাচে ৬৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। তার ইকোনমি রেট ৮.১৩, যা টি-টোয়েন্টি ফরম্যাটে কার্যকর বোলারের পরিচয় বহন করে।
খেলায় মাতুন আরো:
আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিকের আগের রেকর্ডটিও ছিল মোস্তাফিজের। গত আসরে দিল্লি ক্যাপিটালস তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছিল, যদিও সেটি ছিল বদলি হিসেবে। নিলামের মাধ্যমে দীর্ঘদিনের রেকর্ডটি ছিল মাশরাফি বিন মুর্তজার, যাকে ২০০৯ সালে কলকাতা ৬ লাখ ডলারে কিনেছিল। এবারের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি দিয়ে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন মোস্তাফিজ।
ফর্ম, প্রত্যাশা ও সামনে চ্যালেঞ্জ
বর্তমানে মোস্তাফিজ ব্যস্ত আইএল টি-টোয়েন্টিতে, যেখানে দুবাই ক্যাপিটালসের হয়ে চার ম্যাচে ছয়টি উইকেট নিয়েছেন। দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে তার ধারাবাহিক পারফরম্যান্সই নিলামে বাড়তি আগ্রহ তৈরি করেছে। যদিও আইপিএলের সময় বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ থাকায় কিছুটা শঙ্কা ছিল, তবুও দলগুলো তার ওপর আস্থা রেখেছে। আগামী ২৬ মার্চ শুরু হতে যাওয়া আইপিএলে প্রথমবারের মতো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন মোস্তাফিজুর রহমান—যা ঘিরে ভক্তদের প্রত্যাশাও তুঙ্গে।
