বাংলাদেশের ব্যাটিং অভিযান: ১৩ ওভারে ৭৬/২, পারভেজ-তোহিদের হাতে আশা
দ্বিতীয় ওয়ানডে: বিপর্যয় এড়াতে মরিয়া বাংলাদেশ
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতে দুই উইকেট পতন
পারভেজ-তোহিদের জুটি নিয়ে বাংলাদেশ চেষ্টা শুরু
দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই একটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭ ওভারে তারা ১ উইকেটে ৩৬ রান করেছে, তানজিদ তামিম ৯ রান করে আউট হয়েছেন। ক্রিজে আছেন পারভেজ ইমন ও নাজমুল শান্ত।
বাংলাদেশ ব্যাট করতে নেমে খেলছে ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান। রানরেট ৫.৮৫। ক্রিজে আছেন পারভেজ হোসেন ইমন এবং তোহিদ হৃদয়।
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন করেছে। লিটন দাসের জায়গায় শামীম পাটোয়ারি ও তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদ খেলছেন। শ্রীলঙ্কাও দুই পরিবর্তন এনেছে, মিলান রত্নায়েকের জায়গায় স্পিনার দুনিথ ভেল্লালাগে এবং এসান মালিঙ্কার বদলে পেসার দুশমন্ত চামিরা খেলছেন।
বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং ধসে হেরে গেছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তারা। ওপেনার পারভেজ হোসেন ভালো শুরু দিয়েছেন, তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে পারফরম্যান্স দুর্বল, ২৪ ম্যাচে মাত্র ৬ জয়। প্রথম ম্যাচ হারে সিরিজ জেতার অভিজ্ঞতাও কম। তাই কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে মেহেদী হাসান মিরাজের দলের।
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বড় ব্যবধানে হেরে গেছে, যেখানে ব্যাটিং ব্যর্থতা স্পষ্টভাবে চোখে পড়েছে। তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের সামনে সুযোগ রয়েছে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার দুপুর ৩টায় মাঠে নামবে বাংলাদেশ।
ওপেনার পারভেজ হোসেন আক্রমণাত্মক শুরু দিয়েছেন, প্রথম ৯ ওভারে দলের ৫৫ রান এবং নিজের ২৮ রান তুলে দলের পক্ষে ভালো সূচনা দিয়েছেন। রান রেট ছয়ের ওপরে ওঠায় ভালো ছন্দের আশা দেখা যাচ্ছে। যদিও শ্রীলঙ্কা প্রথম রিভিউ নষ্ট করায় তাদের পরিকল্পনায় প্রভাব পড়েছে।
সাম্প্রতিক সময়ের ওয়ানডে রেকর্ড খুব একটা ভালো নয় বাংলাদেশের। ২০২৩ বিশ্বকাপ থেকে ২৪ ম্যাচে জয় মাত্র ৬টি, এবং সর্বশেষ সাত ম্যাচে কোনও জয় নেই। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজ ছাড়া আর কোনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। তাই এবার সিরিজ বাঁচানোর লড়াই কঠিন।
তবে ইতিহাস বলছে, প্রথম ম্যাচ হারে সিরিজ জেতার ঘটনা খুবই বিরল। মাত্র একবার—প্রায় দশ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাই মেহেদী হাসান মিরাজের দলকে অবিশ্বাস্য কিছু করতে হবে যেন তারা সিরিজে ফিরতে পারে।